🇧🇩 বাংলাদেশ বনাম ভারত
বাংলাদেশ - ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা ।বাংলাদেশ - ভারত ম্যাচ মানেই অঘোষিত ফাইনাল। এক সময় ভারত - পাকিস্তান ম্যাচ মানে সম্মানের লড়াই ছিল । ছিল আবেগের লড়াই। কিন্তু ২০১৫ সালে থেকে তা হয়ে যায় বাংলাদেশ - ভারত ম্যাচ। অবশ্য তা জন্ম দিয়েছে ভারত নিজেই । ২০১৫ সালের বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচে ভারত জন্ম দেয় এক বিরোধপূর্ণ পরিস্থিতির। যার মহা খলনায়ক ছিলেন ইংল্যান্ড এর ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলিম দার। MCG তে অনুষ্ঠিত ঐ ম্যাচে অ্যাম্পায়ারদের সহযোগিতায় জিতে যায় ভারত। কিন্তু তৈরি হয় নতুন বিরোধিতা। সেই থেকে পড়া - মহল্লা এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও শুরু হয় রেশারেশি । ২০১৮ সালের ফাইনাল ম্যাচ তারই একটি জ্বলন্ত উদাহরণ। সেই উত্তাপ আরও বাড়াতে দুই দলেই নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।
ভারতের অন্যতম ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেনঃ এখন আর পাকিস্তান নয় বাংলাদেশই ভারতের শক্ত প্রতিপক্ষ। তিনি আরও বলেন ভারত, ইংল্যান্ড , অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল খেলতে পারে টিম টাইগারস ।
পঞ্চপান্ডবের এই বাংলাদেশ অনেক পরিণত । তাইতো বাংলাদেশ HP টিমের অস্ট্রেলিয়ান হেড কোচ বলেছেনঃ বাংলাদেশ যদি শিরোপা নিয়ে দেশে ফিরে আমি মোটেও অবাক হবো না।
প্রস্তুতি ম্যাচে একবার ও মূল পর্বে একবার করে দেখা হবে টিম টাইগারস ও টিম ইন্ডিয়ার মধ্যে।
🇮🇳 ভারতের সম্ভাব্য একাদশঃঃ
১. রহিত শার্মা
২. শেখর ধাওয়ান
৩. বিরাট কোহলি
৪. মাহেন্দ্র সিং ধোনি
৫. দিনেশ কার্তিক
৬. হার্দিক পান্ডেয়া
৭. রাভিন্দ্র যাদেজা
৮. কেদার যাদব
৯. যাস্প্রিত বুমরা
১০. ভুবিনশ্বর কুমার
১১. চেহেল
🇧🇩 বাংলাদেশের সম্ভাব্য একাদশঃঃ
১. তামিম ইকবাল খান
২. সৌম্য সরকার
৩. সাকিব আল হাসান
৪. মোঃ মিঠুন
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. সাব্বির রহমান / লিটন কুমার দাস
৮. মেহেদী হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. মোস্তাফিজুর রহমান
১১. রুবেল হোসেন / মোঃ সাইফুদ্দিন
সময়ঃ ২৮ শে মে রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩ : ৩০ (+৬)
স্থানঃ সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ
সরাসরি দেখাবেঃ জিটিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস , স্কাই স্পোর্টস
Comments
Post a Comment