বাংলাদেশ বনাম পাকিস্তান
বাংলাদেশের জন্ম ১৯৭১ সালে। সেখানে পাকিস্তানের জন্ম ১৯৪৭ সালে । প্রায় ২৪ বছরের ব্যবধান। স্বাধীনতার আগেও বাঙালীরা ক্রিকেট খেলেছে তবে সেটা পাকিস্তানের নাম দিয়ে। জাতি হিসেবে বাঙালী হলেও তাদেরকে খেলতে হতো পাকিস্তানি হিসেবে । পাকিস্তান সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশের বিশ্বকাপে সর্বোচ্চ অর্জন ২০১৫ বিশ্বকাপে প্রথম বারের মত নক আউট পর্বে খেলা । তবে ২০১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল আগের চেয়ে অনেক পরিনত দল ।নিজেদের দিনে যে কাউকেই হারাতে পারে বাংলাদেশ দল। তাইতো বাড়তি সর্তক সকল দল ।
পাকিস্তান একাদশঃঃ
১. মোঃ সারফরাজ
২.ইমাম-উল-হক
৩. ফাকর জামান
৪. বাবর জামান
৫. মোঃ হাফিজ
৬. সোয়েব মালেক
৭. ইমাদ ওয়াসিম
৮. হাসান আলী
৯. মোঃ আমির
১০. হারিস সোহেল
১১. শাহিন আফ্রিদি
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃঃ
১. তামিম ইকবাল খান
২. সৌম্য সরকার
৩. সাকিব আল হাসান
৪. মোঃ মিঠুন
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. সাব্বির রহমান / লিটন কুমার দাস
৮. মেহেদী হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. মোস্তাফিজুর রহমান
১১. রুবেল হোসেন / মোঃ সাইফুদ্দিন
সময়ঃ ২৬ শে মে রোজ রবিবার বাংলাদেশ সময় দুপুর ৩ : ৩০ (+৬)
স্থানঃ সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ
সরাসরি দেখাবেঃ জিটিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস , স্কাই স্পোর্টস
Comments
Post a Comment